Noortelecombd

Welcome to নু্র-টেলিকম আমাদের এই সাইটটির প্রতিটি ফাইল 100% free and আমরা নিজেরা টেস্ট করে থাকি এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর আপলোড করে থাকি এবং আপনারা আমাদের এই ফাইল ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই.যদি আমাদের কোন ফাইলে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চেষ্টা করব আপনাদের ভাল কিছু দেওয়ার। ধন্যবাদ। phone-01912242596(sumon)Email-noorjaman2008@gmail.com...

Wednesday, 29 March 2017

সৌদি আরব থেকে খালি হাতে ফিরছেন ১৭০ শ্রমিক

প্রবাস ডেস্ক : অর্থনৈতিক মন্দার মুখে পড়ে বেতন-ভাতা না পেয়ে সৌদি আরব থেকে খালি হাতে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি শ্রমিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তাঁদের মধ্যে গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ২৮ জন শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কোম্পানির ব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে সৌদির আল-সাদ গ্রুপে কর্মরত ১৭০ বাংলাদেশি শ্রমিকের ৭-১০ মাসের বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাস সৌদি শ্রম মন্ত্রণালয়ের সহায়তায় ওই কোম্পানির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকরা সৌদির শ্রম আদালতে বেতন ও অন্যান্য পাওনা আদায়ে মামলা করেন। এ অবস্থায় শ্রমিকদের পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠাতে ‘ফাইনাল এক্সিট’ দিচ্ছে সৌদির শ্রম মন্ত্রণালয়।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. সারওয়ার আলম শ্রমিকদের দেশে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকরা শূন্য হাতে দেশে ফেরত যাচ্ছেন। আমরা সরকারের কাছে সুপারিশ করেছি যেন এসব শ্রমিককে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হয়।’

No comments:

Post a Comment